ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

গাইবান্ধার ফুলছড়িতে ঘোড়ার গাড়ি অথবা পায়ে হাঁটাই ভরসা (ভিডিও)

প্রকাশিত : ১২:২১ পিএম, ৬ মে ২০১৮ রবিবার

গাইবান্ধার ফুলছড়ির চরাঞ্চলে নেই যাতায়াতের পর্যাপ্ত সুবিধা। দীর্ঘ পথ পাড়ি দিতে ঘোড়ার গাড়ি অথবা পায়ে হাঁটাই ভরসা। বালি উড়িয়ে ঘোড়ার গাড়ি চলায় চরম দুর্ভোগের শিকার হয় শিশু এবং বৃদ্ধরা। এ’কারণে শুস্ক মৌসুমে যাতায়াতের স্থায়ী সমাধান চায় চরবাসী।
গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর নাব্যতা কমে যাওয়ায় ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট পাকা রাস্তা থেকে ৬ মাইল দূরে সরে গেছে। ফলে প্রয়োজনীয় কাজ সারতে প্রতিদিন পায়ে হেঁটে দীর্ঘ বালির পথ পাড়ি দিতে হচ্ছে চরবাসীকে।
পাকা রাস্তা না থাকায় চরাঞ্চলে বাহন হিসেবে ঘোড়ার গাড়িই একমাত্র ভরসা। গাড়ি না পেলে পোহাতে হয় দুর্ভোগ।  
জনদুর্ভোগ কমাতে নদী ড্রেজিং করে নদীর নব্যতা ফিরিয়ে আনা, সেই সাথে ঘাট স্থানান্তরে উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক।
শুষ্ক মৌসুমে এ অঞ্চলের মানুষের যাতায়াতের ভোগান্তি নিরসনে স্থায়ী সমাধান চান চরবাসী।