‘শিক্ষিত যুবকদের কৃষির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর চিন্তা করছি’
প্রকাশিত : ০১:৪৬ পিএম, ৬ মে ২০১৮ রবিবার | আপডেট: ০১:৪৬ পিএম, ৬ মে ২০১৮ রবিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অামরা সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছি শিক্ষায়। কিন্তু শিক্ষিত হয়ে গেলে অারেক সমস্যা। তারা ক্ষেতে নামতে চায় না। তিনি আরও বলেন, আমরা চিন্তা করছি, এই শিক্ষিত যুবকদের ক্ষেতে নামাতে চিন্তা করছি। তাদের কৃষির সঙ্গে সম্পৃক্তা বাড়ানোর চিন্তা করছি। তারা তাদের বাবা-মায়ের কাজে সাহায্য করবেন। অাজ রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে খাদ্য সংরক্ষণ উপকরণ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী এ সময় বলেন, কয়েকদিন ধরে একটা চিন্তা করছি। সেটা হলো, ধান কাটার সময় প্রত্যেক শিক্ষিত যুবকদের ক্ষেতে নামানো। যাতে করে কেউ কৃষি কাজে বিমুখ না হয়। তারা যেনো বাবা মায়ের কাজে সাহায্য করতে পারে।
প্রধানমন্ত্রী এসময় অারও ১৯ টি জেলায় খাদ্য সংরক্ষণ উপকরণ বিতরণের ঘোষণা দেন। " পর্যাপ্ত খাদ্য সংরক্ষণ নিরাপদ দূর্যোগ জীবন" শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ২১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রাখার সক্ষমতা অামাদের অাছে। যেহেতু বাংলাদেশ প্রাকৃতিক দূর্যোগে ঝুঁকিপূর্ণ দেশ তাই এব্যপারে অামাদের সতর্ক থাকতে হবে।
অা অা/এসএইচ/