জার্মানিতে কার্ল মার্ক্সের সেই মূর্তি
প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৬ মে ২০১৮ রবিবার
চীন থেকে উপহার পাওয়া সমাজতান্ত্রিক দর্শনের মূল স্রষ্টা কার্ল মার্ক্সের দীর্ঘ মূর্তিটি অবশেষে জার্মানির ট্রিয়েরে উন্মোচিত হয়েছে। সাম্যবাদী নেতা কার্ল মার্ক্সের ২০০তম জন্মবার্ষিকীতে মূর্তিটি তার জন্মস্থান ট্রিয়ের শহরে গতকাল শনিবার উন্মুক্ত করা হয়। এর আগে নানা বিরোধিতার মুখে তা জনসমক্ষে প্রদর্শন করা হয়নি।
কার্ল মার্ক্সকে নিয়ে ইউরোপে বিতর্ক থাকলেও চীনে তিনি মর্যাদার উচ্চ আসনে রয়েছেন। চীনের সরকারব্যবস্থা পরিচালিত হয় মার্ক্স তত্ত্বকে অনুসরণ করে। চীনের শিক্ষার্থী ও চাকরিজীবীদের বেশির ভাগের জন্য মার্ক্সবাদের ওপর পড়াশোনা করা বাধ্যতামূলক।
১৮১৮ সালের ৫ মে ট্রিয়ের শহরে জন্ম নেন কার্ল মার্ক্স। ১৮৮৩ সালের ১৪ মার্চ তিনি মারা যান। যুক্তরাজ্যের লন্ডনে হাইগেট সেমেটারিতে তাকে সমাহিত করা হয়।
ভাস্কর্যটি নিয়ে বিতর্ক প্রসঙ্গে ট্রিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪ ফুট দীর্ঘ ব্রোঞ্জের ভাস্কর্যটি চীনের কাছ থেকে নেওয়ার পর থেকেই এ নিয়ে বিতর্ক চলছে। অনেকের মতে, চীনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে এই ভাস্কর্যটি গ্রহণযোগ্য করা ঠিক হয়নি।
সূত্র: বিবিসি
একে// এআর