ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

ঐশীর বাবা-মা হত্যা মামলায় গৃহকর্মী সুমি খালাস

প্রকাশিত : ০৩:২২ পিএম, ৬ মে ২০১৮ রবিবার

রাজধানীর চামেলীবাগে পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানকে হত্যায় তাদের মেয়ে ঐশী রহমানকে সহযোগিতার অভিযোগ থেকে গৃহপরিচারিকা খাদিজা আক্তার সুমিকে খালাস দিয়েছে আদালত। আজ দুপুরে ঢাকার কিশোর আদালতের বিচারক মো. আল মামুন এ রায় দেন। গত ২২ এপ্রিল মামলার শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ সাহাবুদ্দিন সাংবাদিকদের জানান, এ মামলায় ২৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। সুমি জামিনে ছিলেন। রায় দেওয়ার সময় সে আদালতে হাজির ছিল।

নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

এর পরদিন তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় নিজে আত্মসমর্পণ করে। পরবর্তী সময়ে তিনি আদালতে হত্যার অভিযোগ স্বীকার করে জবানবন্দি দেন। এরপর ঐশী রহমানের ২০১৫ সালের ১২ নভেম্বর মৃত্যুদণ্ডের রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

পরে ২০১৭ সালের ৫ জুন হাইকোর্ট ঐশীর দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবনের আদেশ দেন।

২০১৪ সালের ৯ মার্চ ডিবির পরিদর্শক মো. আবুল খায়ের মাতুব্বর ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এসএইচ/