মাদ্রাসায় ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার
প্রকাশিত : ০৪:৩০ পিএম, ৬ মে ২০১৮ রবিবার | আপডেট: ০৪:৪৭ পিএম, ৬ মে ২০১৮ রবিবার
আগে প্রতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় মাদরাসা বোর্ডের শিক্ষার্থীরা ভালো ফল করত। কিন্তু গত বছর থেকে দেখা যায় উল্টো চিত্র। গত বছর দাখিল পরীক্ষায় মাদরাসা বোর্ডে পাস করেছিল ৭৬ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী। এবার সেটি আরও কমে দাঁড়িয়েছে ৭০ দশমিক ৮৯ শতাংশে, যা গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের মাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
জানা গেছে, এবার মাদরাসা বোর্ডে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলো ২ লাখ ৮৬ হাজার ৯১৭ জন। গত বছরের তুলনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩৩ হাজার ৫৭৩ জন। এদের মধ্যে পাস করেছে ২ লাখ ৩ হাজার ৩৮২ জন। পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ। গতবার যা ছিল ৭৬ দশমিক ২০ শতাংশ। সে হিসেবে পাসের হার কমেছে ৫ দশমিক ৩১ শতাংশ।
এছাড়া ২০১৬ সালে এই হার ছিল ৮৮ দশমিক ২২ শতাংশ। ২০১৫ সালের ছিল ৯০ দশমিক ২ শতাংশ, ২০১৪ সালে ছিল ৮৯ দশমিক ২৫ শতাংশ, ২০১৩ সালে ছিল ৮৯ দশমিক ১৩ এবং ২০১২ সালে এই হার ছিল ৮৮ দশমিক ৪৭ শতাংশ।
তবে গত বছরের তুলনায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৭৬১ জন। এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৩৭১ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৬১০ জন।
উল্লেখ্য, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় দশ বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষাবোর্ডে এসএসসিতে পাসের হার ৭৯ দশমিক ৪০ শতাংশ। আর মাদরাসা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৯ ও কারিগরি বোর্ডে ৭১ দশমিক ৯৬ শতাংশ।
একে// এআর