মদিনায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ১৫
প্রকাশিত : ০৭:০৫ পিএম, ৬ মে ২০১৮ রবিবার
সৌদি আরবের মদীনা মনোয়ারার একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৩০ জন। হতাহতদের সবাই উমরাহ পালনের জন্যই হোটেলটিতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
এদিকে ওই হোটেলের বেশিরভাগ উমরাহ পালনকারী-ই পাকিস্তান,মিশর, ইরাক এবং সিরিয়ার নাগরিক ছিল বলে জানা গেছে। হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পাকিস্তানের জিও টিভি জানিয়েছে, ওই হোটেলে অন্তত ৭০০ জন উমরাহ পালনকারী অবস্থান করছিলেন। এরমধ্যে ২৫০ জনই পাকিস্তানের বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো সেখানে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ মে মদিনার একটি হোটেলে অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হয়েছিলেন ১৩০ জন। হতাহতদের সবাই উমরাহ পালনকারী ছিলেন বলে জানা গেছে।
সূত্র: জিও নিউজ
এমজে/