অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রকে তুরস্কের হুঁশিয়ারি
প্রকাশিত : ০৮:৩০ পিএম, ৬ মে ২০১৮ রবিবার
তুরস্কের কাছে মার্কিন অস্ত্র বিক্রি স্থগিত সংক্রান্ত প্রস্তাবিত আইন প্রণয়ন করা হলে যুক্তরাষ্ট্রকে সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। রোববার সিএনএন তার্ক’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।
এর আগে যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদ গত শুক্রবার ৭১৭ বিলিয়ন ডলারের বার্ষিক প্রতিরক্ষা নীতি বিল প্রকাশ করে। ওই বিলে তুরস্কের কাছে মার্কিন অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিতের কথা বলা হয়।
বিলটিতে থাকা এসব পদক্ষেপ ভুল ও অযৌক্তিক আখ্যায়িত করে কাভুসোগলু বলেন, ন্যাটো মিত্রদের মধ্যে এমনটা কখনোই শোভনীয় নয়। যুক্তরাষ্ট্র যদি এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে তুরস্ক অবশ্যই এর সমুচিত জবাব দেবে। এক্ষেত্রে যা করা দরকার তাই করবে আঙ্কারা।
যুক্তরাষ্ট্র আমাদের কাছে অস্ত্র বিক্রি করছে না। অথচ তারা কুর্দি সন্ত্রাসীদের কাছে বিনামূল্যে সামরিক সরঞ্জাম সরবরাহ করছে বলে অভিযোগ করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
সূত্র: রয়টার্স
এমএইচ/টিকে