পরীক্ষামূল ফলাফলের পরই স্যাটেলাইট উৎক্ষেপণ
প্রকাশিত : ১০:২২ পিএম, ৬ মে ২০১৮ রবিবার | আপডেট: ১০:৩০ পিএম, ৬ মে ২০১৮ রবিবার
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের পরীক্ষামূলক উৎক্ষেপণের ফল এখনো হাতে পাওয়া যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। প্রতিষ্ঠানটি বলছে আগামী শনিবার সন্ধ্যায় পরীক্ষামূলক উৎক্ষেপণের ফল পাওয়া যাবে। তাই উৎক্ষেপণের ফল না পাওয়া পর্যন্ত স্যাটেলাইট উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ বলা সম্ভব হচ্ছে না।
আজ রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এসব তথ্য জানান। শুক্রবার ফ্লোরিডার স্থানীয় সময় সন্ধ্যায় অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টারে পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয় এই স্যাটেলাইটের।
শাহজাহান মাহমুদ বলেন, স্পেসএক্স-এর কাছ থেকে আমরা পরীক্ষামূলক উৎক্ষেপণের ফল এখনো পাইনি। আমাদের কাছে মূল্যায়ন সনদ সরবরাহ করবে তারা। তার পরই আমরা স্যাটেলাইট উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ জানতে চাইবো।
স্থানীয় সংবাদমাধ্যম ফ্লোরিডা ট্যুডে বলছে, শুক্রবার সন্ধ্যায় স্পেসএক্সের নতুন ভার্সনের ফ্যালকন ৯ রকেটের গর্জন শোনা গেছে কেনেডি স্পেস সেন্টারের ব্লক ৫ এ। ওই সময় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। এর ফলে বাণিজ্যিক যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণের পথ তৈরি হয়েছে; যা আগামী সপ্তাহে হতে পারে।
উল্লেখ্য, গত ৪ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করার কথা ছিল। তবে আবহাওয়া খারাপ থাকায় তা পিছিয়ে ৭মে করা হয়েছিল। এখন ওইদিনেও বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ সম্ভব নয় বলে জানা গেছে। তবে পরীক্ষামূলক উৎক্ষেপণের তথ্য যাচাই-বাছাইয়ের কাজ শেষেই উৎক্ষেপণের নতুন তারিখ জানানো হবে।
এমএইচ/ এমজে