এসবিএসি ব্যাংকের আন্তর্জাতিক স্বীকৃতি
প্রকাশিত : ১১:৩৯ পিএম, ৬ মে ২০১৮ রবিবার
ব্রান্ডিং ও মার্কেটিংয়ে অসাধারণ কৃতিত্ব এবং সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিত করায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। এর স্বীকৃতি স্বরূপ “দ্যা গোল্ডেন গ্লোব টাইগারস্ অ্যাওয়ার্ড ২০১৮”-তে ভূষিত হয়েছে ব্যাংকটি।
সম্প্রতি কুয়ালামপুরে একটি হোটেলে ‘সিএমও এশিয়া’ আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক।এ সময়ে ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন বিভাগের প্রধান আবু বায়েজিদ শেখ উপস্থিত ছিলেন।
মালয়েশিয়ান ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এমআইএইচআরএম) অনুষ্ঠানের স্ট্রাটেজিক পার্টনার ছিল। সংগঠনটির অভিমত, এসবিএসি ব্যাংক ব্যাপক পরিসরে সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিত করেছে।
তারা বলছে, ব্যাংকটি তার সেবা প্রদানে বৃহৎ করপোরেট গ্রাহক ও সাধারণ গ্রাহকের মাঝে কোনো ব্যবধান করেনি। ব্যাংকের শহর ও গ্রামাঞ্চলে অবস্থিত সকল শাখার কর্মকর্তারাও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছে। যা এই খাতের উদীয়মান নেতৃত্বগুণ প্রতিষ্ঠা পেতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
এমএইচ/টিকে