আইইবি’র ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ইঞ্জিনিয়ার্স ডে’ আজ
প্রকাশিত : ০৮:২৭ এএম, ৭ মে ২০১৮ সোমবার | আপডেট: ০৯:৪৭ এএম, ৭ মে ২০১৮ সোমবার
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ইঞ্জিনিয়ার্স ডে’ আজ। ১৯৪৮ সালের আজকের দিনে তৎকালীন পাকিস্তান সরকার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের অনুমোদন দেয়। এরপর থেকে প্রতি বছর দিনটি ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালিত হচ্ছে। স্বাধীনতার পরও সংগঠনটির নাম অপরিবর্তিত থাকে।
এদিকে ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, আজ ৭ মে সোমবার সকাল ৭টায় আইইবি সদর দফতর এবং ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে জাতীয় ও আইইবি’র পতাকা উত্তোলন, শপথ গ্রহণ, র্যালি। আজ বিকাল সাড়ে ৩টায় আইইবি’র কাউন্সিল হলে নেপালে ইউএস বাংলা বিমান দুর্ঘটনা নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৭টায় আকাশে আতশবাজি ফুটানো হবে।
‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে জাতীয় দৈনিকে ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। এছাড়াও আইইবি’র বিভিন্ন প্রকৌশল বিভাগ, কেন্দ্র/উপকেন্দ্র এবং ওভারসিস চ্যাপ্টারসমূহে মাসব্যাপী ‘ইঞ্জিনিয়ার্স ডে’-এর নানান কর্মসূচী পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, দেশে প্রকৌশল পেশাজীবীদের সংগঠন এটি। প্রয়াত প্রকৌশলী এমএ জব্বার, প্রকৌশলী হাতিম আলী খান, প্রকৌশলী এ লতিফের প্রচেষ্টায় পেশাজীবীদের সংগঠনটি গড়ে ওঠে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের সদর দপ্তর ঢাকার রমনায় অবস্থিত।
এসএ/