ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

চতুর্থ মেয়াদে রাশিয়ার ক্ষমতায় পুতিন

প্রকাশিত : ০৯:১৪ এএম, ৭ মে ২০১৮ সোমবার

চতুর্থ মেয়াদে রাশিয়ার ক্ষমতার আসনে বসলেন প্রেসিডেন্ট ভ্রাদিমির পুতিন। আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরু করেছেন সাবেক এই কেজিবি এজেন্ট।

প্রথম দুই মেয়াদে ৮ বছর ছিলেন দেশটির প্রেসিডেন্ট। পরের মেয়াদে চার বছরের জন্য হয়েছেন প্রধানমন্ত্রী। এরপর আইন পরিবর্তন করে ক্ষমতা প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেন এবং নিজে নির্বাচনের মাধ্যমে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে আসীন হন। চলতি বছরের গত মার্চ মাসের প্রেসিডেন্ট নির্বাচনে ৭৬ শতাংশ ভোট পেয়ে জয় লাভ করেন তিনি। এর ফলে গত ১৮ বছর ধরে দেশটির ক্ষমতার দখলে আছেন ভ্রাদিমির পুতিন।

২০১২ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ক্রেমলিনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আজ সেভাবে কোন অনুষ্ঠান থাকছে না। তবে নির্বাচন প্রচারণায় পুতিনের যেসব স্বেচ্ছাসেবক কাজ করেছেন তাদের সাথে সাক্ষাৎ করবেন পুতিন।

পুতিনকে যখন রাশিয়ার ‘জার’ অথবা ‘মহারাজা’র সাথে তুলনা করছেন অনেকেই তখন পুতিনের বিপক্ষে গত শনিবার থেকে বিক্ষোভ করেছেন অনেকেই। রাজধানী মস্কোসহ অন্যান্য শহরগুলোতেও বিক্ষোভ হয়েছে। কয়েক হাজার বিক্ষোভকারী এতে অংশ নেন। বিক্ষোভকারীদের দাবি, পুতিন রাশিয়ায় গণতন্ত্রের ধারাকে বাধাগ্রস্ত করছেন।

কিন্তু পুলিশ সে বিক্ষোভ সফলভাবে দমিয়ে রাখে। গ্রেফতার করা হয় অন্যতম বিরোধীদলীয় নেতা আলেক্সি ন্যাভালনী।

এক নজরে পুতিনের ক্ষমতা

  • ২০০০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • এক সাথে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে না পারার নিয়মের কারণে ২০০৪ সালে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে হন প্রধানমন্ত্রী।
  • ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ছিলেন প্রধানমন্ত্রী।
  • ২০১২ সালে আবার প্রেসিডেন্ট পদে নির্বাচন করেন। এই পদে ছিলেন ৬ বছর।
  • চলতি বছরের নির্বাচনে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

২০২৪ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবেন পুতিন। আর এমনটা হলে তার মোট শাসনকাল হবে ২৪ বছর।

পুতিনের আগে রাশিয়ার সাবেক এক নায়ক জোসেফ স্ট্যালিন ক্ষমতায় ছিলেন ৩১ বছর। আর সাবেক জার প্রথম নিকোলাস এবং দ্বিতীয় আলেকজান্ডার যথাক্রমে ৩০ ও ২৬ বছর করে রাশিয়া শাসন করেছেন।

সূত্রঃ বিবিসি

//এস এইচ এস//