ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

ইউপিডিএফ-গণতান্ত্রিকের নতুন কমিটির সভাপতি শ্যামল

প্রকাশিত : ১০:২১ এএম, ৭ মে ২০১৮ সোমবার

প্রতিষ্ঠার সাড়ে পাঁচ মাসের মাথায় আলোচনায় আসা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর নতুন কমিটি গঠিত হয়েছে। গত শুক্রবার দুপুরে বেতছড়িতে প্রতিষ্ঠাতা আহ্বায়ক তপন জ্যোতি চাকমা (বর্মা) নিহত হওয়ার পর নতুন কমিটি ঘোষণা হলো। 

শ্যামল কান্তি চাকমা ওরফে জলেয়াকে সভাপতি ও উজ্জ্বল কান্তি চাকমাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার সন্ধ্যায় জলেয়া চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির কথা জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেন ইউপিডিএফ গণতান্ত্রিক দলের দপ্তর সম্পাদক মিথন চাকমা।

শুক্রবার সকালে রাঙামাটিতে গুলিতে নিহত উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে অন্য চারজনের সঙ্গে তপন জ্যোতিও নিহত হন।

এসএইচ/