রবীন্দ্রনাথ ঠাকুরে ১৫৭ তম জন্মবার্ষিকী আগামীকাল (ভিডিও)
প্রকাশিত : ১০:৩১ এএম, ৭ মে ২০১৮ সোমবার | আপডেট: ০২:৫৪ পিএম, ৭ মে ২০১৮ সোমবার
আগামীকাল মঙ্গলবার, ২৫ বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরে ১৫৭ তম জন্মবার্ষিকী। সারাদেশে নানা আয়োজনে পালিত হবে দিনটি। এ উপলক্ষে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে ৩দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্বকবির স্মৃতিবিজরিত নওগাঁর আত্রাইয়ের পতিসর কাচারি বাড়িতে রবীন্দ্র জাদুঘরে হবে নানা অনুষ্ঠান।
বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্মবার্ষিকী কাল। নানা আয়োজনে সারাদেশে পালিত হবে দিনটি।
বিশ্বকবির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে তার স্মৃতিবিজরিত নওগাঁর পতিসরে থাকছে আলোচনা ও রবীন্দ্রসংগীত শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সামগ্রী নিয়ে পতিসরের কাচারি বাড়িতে গড়ে উঠা রবীন্দ্র জাদুঘরেও থাকছে নানা অনুষ্ঠান।
কুষ্টিায়ার শিলাইদহের কুঠিবাড়িতে জেলা প্রশাসন ও সংস্কৃতিক মন্ত্রনালয় যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করছে। কুঠিবাড়িতে মঞ্চপ্রস্তুতসহ যাবতীয় কাজ চলছে। চলছে পরিস্কার-পরিচ্ছন্নতা ও রংয়ের কাজ।
‘‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইবো না মোর খেয়া তরী এই ঘাটে” বিশ্ব কবির এই সৃষ্টি সিরাজগঞ্জের শাজাদপুরের কাচারী বাড়িতে। কবির স্মৃতিধন্য এই জায়গায় জাতীয় ভাবে পালন হয়ে আসছে রবীন্দ্র জন্মবার্ষিকী ও মেলা। এবারো কবির ১৫৭ তম জন্মবার্ষিকীতে এখানে আছে ২দিনের আয়োজন।
রবিঠাকুরের কবিতা- গান বাঙালির যাপিত জীবনের সঙ্গে জড়িয়ে আছে অবিচ্ছেদ্যভাবে।