রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনর ম্যাচটি ২-২ গোলে ড্র
প্রকাশিত : ১০:৩৬ এএম, ৭ মে ২০১৮ সোমবার
শিরোপা নিষ্পত্তি হয়ে গিয়েছিল আগেই। তাই বলে এল ক্লাসিকোতে উত্তেজনা থাকবে না তা হয় না। বছরের শেষ এল ক্লাসিকোতে উত্তেজনা, নাটকীয়তা, হলুদ কার্ড-লাল কার্ডের পাশাপাশি অসাধারণ সব গোল। তার উপর নিজেদের মাঠে বার্সা কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তার শেষ এলক্লাসিকো । সব মিলিয়ে ফুটবলের ষোল কলাই যেন পূর্ণ হলো স্পেনের দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের অমীমাংসিত ম্যাচে।
ক্যাম্পে ন্যুতে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও নতুন চ্যাম্পিয়ন বার্সেলোনর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ম্যাচের শুরু থেকেই বার্সার হয়ে মাঠে নামেন ইনিয়েস্তা।
ম্যাচের ১০ মিনিটে রবের্তোর ক্রসে ডান টপায়ের ভলিতে নাভাসকে পরাস্ত করেন সুযোগ সন্ধানী সুয়ারেজ। তবে ৫ মিনিট পরই সমতা আনে রিয়াল। বেনজামার পাসে গোল করতে ভুল করেননি রিয়াল তারকা রোনালদো।
মার্সেলোর মুখে ঘুসি মেরে প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন রবের্তো। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় বার্সেলোনাকে। হলুদ কার্ড দেখেন গুডবয় খ্যাত মেসিও। ৫২ মিনিটে সুয়ারেজের নিখুঁত পাসে গোল করে ১০ জনের স্বাগতিকদের এগিয়ে দেন কাতালান প্রাণ ভোমরা মেসি। কিন্তু ৭২ মিনিটে চমৎকার গোলে রিয়ালকে সমতায় ফেরান গ্রেথ বেল।
৩৫ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে সবার উপরে লীগে এখনো অপরাজিত বার্সেলোনা। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।