ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

রাজস্থানকে হারিয়ে তিনে পাঞ্জাব

প্রকাশিত : ১২:১৩ পিএম, ৭ মে ২০১৮ সোমবার

বলিউডের সদা হাস্যোজ্জ্বল অভিনেত্রী ছিলেন প্রীতি জিনতা। টোল পরা গালের সেই হাসি অনেকদিন ছিল না প্রীতির মুখে। টানা দুই ম্যাচে হারের পর গতকালের ম্যাচে রাজস্থানকে হারিয়েছে তার দল কিংস ইলেভেন পাঞ্জাব। আর তাতেই হাসি ফিরে এসেছে প্রীতি জিনতার ঠোটে। দলও উঠে এসেছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে।

গতকাল রাতের ম্যাচে রাজস্থান রয়েলসকে ৬ উইকেটে হারিয়েছে প্রীতির পাঞ্জাব। টসে জিতে রাজস্থানকে ব্যাটিং-এ পাঠায় পাঞ্জাব। ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে তাদের সংগ্রহ ১৫২।

টি-টুয়েন্টি ফরম্যাটে, মামুলি এই রানই এক সময় পাহাড় মনে হচ্ছিল পাঞ্জাবের কাছে। প্রথম ৫ ওভারে রান আসে মাত্র ৩৩। মারকুটে গেইল ফিরে যান মাত্র ৮ রানে। পরের ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়ালও ফিরে যান ব্যক্তিগত মাত্র ২ রানে। তবে একপাশ আগলে খেলে যান রাহুল।

করুন নায়ারকে নিয়ে করেন ৫০ রানের একটি জুটি। এরপর একে একে নায়ার আর অক্সার প্যাটেল রাহুলকে ছেড়ে গেলেও মারকাস স্টোইনিসকে সাথে নিয়ে জয়ী হয়েই মাঠ ছাড়েন রাহুল। ৮৪ রানের অপরাজিত এক ইনিংসে ৮ বল বাকি রেখেই ৬ উইকেটের বড় জয় পায় পাঞ্জাব।

৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়া আফগানিস্তানের মুজিব উর রহমান রাজস্থানের বিরুদ্ধে করা কোণঠাসা বোলিং এর জন্য হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।

এদিকে এই জয়ের পর পয়েন্ট টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে পাঞ্জাব। আর এই হারে টেবিলের তলানীতে চলে গেছে রাজস্থান। প্লে অফ এখনো অনেকটাই অনিশ্চিত তাদের জন্য।

সূত্র : ক্রিকইনফো।

//এস এইচ এস// এআর