ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

মানুষ হত্যায় অর্থ ঢালছে যুক্তরাষ্ট্র: এরদোগান

প্রকাশিত : ১২:০২ পিএম, ৮ মে ২০১৮ মঙ্গলবার

মানবতার কল্যাণের জন্য নয় বরং মানুষ হত্যা করতেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে অর্থ ঢালছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। সিরিয়ার কুর্দিদের যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করছে বলেও দাবি করেন বিশ্বের অন্যতম শক্তিশালী এই নেতা।

তিনি বলেন, মার্কিন অস্ত্রভর্তি হাজার হাজার ট্রাক ও কার্গো বিমান সিরিয়ায় গেছে। এসব অস্ত্র অবশ্যই তুর্কি সেনাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। এরদোগান বলেন, তারা যে অর্থ মানুষ হত্যার পেছনে ব্যয় করছে তার দশভাগের একভাগও যদি মানবতার কল্যাণে ব্যয় করা হতো তাহলে কোনো প্রশ্ন উঠত না। বরং বিশ্বের চেহারা পাল্টে যেত।

তুর্কি উপ প্রধানমন্ত্রী বাকির বোজদাগও কিছুদিন আগে একই অভিযোগ তোলেন। ওই সময় বাকির বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি কুর্দিদের অস্ত্র সরবরাহ বন্ধ না করে, তা হবে বিশ্ব মানবতার সঙ্গে বেঈমানির শামিল।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি
এমজে/