গাজীপুর সিটি নির্বাচন
স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করবে ইসি [ভিডিও]
প্রকাশিত : ১২:১৬ পিএম, ৮ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৩:৪৯ পিএম, ৮ মে ২০১৮ মঙ্গলবার
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ৩ মাস স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের আদেশের দু`দিন পর আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের এই সিদ্ধান্তের কথা জানান ইসির সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এজন্য একজন আইন পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। কীভাবে আইনি লড়াই করা যায় নিয়ে বিকালে জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে আলোচনা করা হবে।
নির্বাচন কমিশন সচিব বলেন, স্থানীয় সরকার বিভাগের সব ‘ক্লিয়ারেন্স’ পেয়েই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। তারপরও স্থগিত হয়ে যাওয়াটা দুঃখজনক।
ভোটের তারিখের মাত্র নয় দিন আগে সীমানা জটিলতা নিয়ে এক রিট আবেদনে রোববার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেন হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ।
এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল হবে কি না সে বিষয়ে ওই দিন বা তার পরদিনও সুনির্দিষ্ট করে কিছু জানায়নি নির্বাচন কমিশন। তবে কমিশন বলেছিল, আদালতের প্রতি সম্মান রেখে তারা নির্বাচনী কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন।
এদিকে আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপির প্রার্থী হাসান সরকার। আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমও আপিল করবেন বলে জানিয়েছেন।
/এআর /