রোহিঙ্গাদের সংখ্যা নির্ধারণের কাজ ১৪ জনু পর্যন্ত
প্রকাশিত : ১০:২৫ এএম, ১১ জুন ২০১৬ শনিবার | আপডেট: ১০:২৫ এএম, ১১ জুন ২০১৬ শনিবার
বাংলাদেশে বসবাসকারি রোহিঙ্গাদের সংখ্যা নির্ধারণে কক্সবাজারসহ দেশের ৬ জেলায় ২য় দফা শুমারির সময় ৪ দিন বাড়ানো হয়েছে। ফলে আগামী ১৪ জনু পর্যন্ত চলবে এ শুমারির কার্যক্রম।
কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব কেএম মোজাম্মেল হক এ তথ্য জানান। সকল তথ্য সংগ্রহের কাজ শেষ না হওয়ায় শুমারীর সময় বাড়ানো হয়েছে। রোহিঙ্গাদের চিহ্নিত করতে গেলো ফেব্র“য়ারি মাসে করা হয় খানা তালিকা। ওই তালিকার ভিত্তিতে ঘরে ঘরে গিয়ে এ শুমারি করছে পরিসংখ্যা ব্যুরো।