ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৯ ১৪৩১

রোদপোড়া দূর করার ৩ সহজ উপায়   

প্রকাশিত : ১০:৩৭ পিএম, ৮ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৬:৫৩ পিএম, ৯ মে ২০১৮ বুধবার

রোদপোড়া ত্বকের ক্ষতি দ্রুত সারিয়ে তুলতে পারে তাৎক্ষণিক যত্ন। রোদের তাপে চামড়া পুড়লে প্রতিকারের জন্য রয়েছে প্রাকৃতিক উপায়। বিভিন্ন ফল ও সবজি দিয়ে ত্বকের রোদপোড়াভাব দূর করা যায়। চলুন জেনে নিই তিনটি ঘরোয়া উপায়-

মধু ও পাকা পেঁপে  

এক কাপ পাকা পেঁপে ও এক টেবিল-চামচ মধু ভালোভাবে মিশিয়ে রোদপোড়া অংশে লাগান। আধা ঘণ্টা অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

টক দই ও টমেটোর রস

এক টেবিল-চামচ টক দই ও টমেটোর রস মিশিয়ে রোদে পোড়া ত্বকে লাগান। তারপর আধা ঘণ্টা পরে ধুয়ে ফেলুন। টক দই ও টমেটোর রসের মিশ্রণ রোদপোড়া ত্বকে জাদুর মতো কাজ করে।

ত্বক ঠাণ্ডা করতে বাঁধাকপি

বাঁধাকপির পাতা রোদপোড়া অংশে প্রতিদিন ২০ মিনিট করে রেখে দিন। দেখবেন ‘ট্যান’ভাব কমে যাবে।  

একে//এসি