ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

আইএস বিরোধী অভিযানে লিবিয়ার অস্থায়ী সরকার নিরাপত্তা বাহিনীকে সহায়তার আহ্বান

প্রকাশিত : ০৯:২১ এএম, ১২ জুন ২০১৬ রবিবার | আপডেট: ০৯:২১ এএম, ১২ জুন ২০১৬ রবিবার

আইএস বিরোধী অভিযানে জাতিসংঘ সমর্থিত লিবিয়ার অস্থায়ী সরকার নিরাপত্তা বাহিনীকে সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। আইএসের কাছ থেকে লিবিয়ার বন্দর নগরী সির্তের গুরুত্বপূর্ণ অংশ পুনর্দখলের পর এ দাবি জানায় তারা। সিরিয়া এবং ইরাকের বাইরে আইএসের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি সির্তে প্রায় দুই সপ্তাহ ধরে সির্তে চলা অভিযানে এরই মধ্যে প্রাণ হারিয়েছে একশ’রও বেশী সেনা, আহত হয়েছে অন্তত ৪শ’ জন। নগরীটির বাকি অংশ দখলেও চেষ্টা করে যাচ্ছে সেনারা। এদিকে, শক্তিশালী অভিযানে সিরিয়া এবং ইরাকের অধিকাংশ এলাকার দখল হারাচ্ছে জঙ্গি গোষ্ঠী আইএস। সম্প্রতি ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীও তাদের আইএস বিরোধী অভিযান জোরদার করেছে।