ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

৩ মার্কিন বন্দিকে মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া

প্রকাশিত : ০৯:১৩ পিএম, ৯ মে ২০১৮ বুধবার

উত্তর কোরিয়ার জেলে আটক থাকা ৩ মার্কিন বন্দিকে মুক্তি দিয়েছে দেশটি। বিষয়টি নিশ্চিত করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উত্তর কোরিয় নেতা কিম জং উনের সাথে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে আলোচনার জন্য উত্তর কোরিয়া সফরে ছিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও। এ সফরেই ঐ তিন মার্কিন নাগরিককে মাইকের কাছে তুলে দেয় উত্তর কোরিয়া।

মুক্তি পাওয়া কোরিয়ান বংশোদ্ভুত ঐ তিন নাগরিক হলেন- কিম স্যাং ডুক ওরফে টনি কিম, কিম হ্যাক সং এবং কিম ডং চুল।

ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার এক টুইট বার্তায় জানান, “আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, উত্তর কোরিয়া থেকে দেশের পথে বিমানে আছেন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও আর তার সাথে ৩ জন ভদ্রলোক আছেন যাদের সাথে সাক্ষাতের জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে”।

মুক্তি পাওয়া তিন বন্দীর শারীরিক অবস্থা ‘ভালো’ বলেও জানান ট্রাম্প। এছাড়াও কিম জং উনের সাথে কোথায় এবং কবে তার দ্বিপক্ষীয় সাক্ষাৎ অনুষ্ঠিত হবে তাও মাইক পম্পেও চূড়ান্ত করে এসেছেন বলেও জানান ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, দ্বিপক্ষীয় সাক্ষাতে উত্তর কোরিয়ার আগ্রহ এবং আন্তরিকতা বোঝাতেই এই তিন বন্দিকে মুক্তি দিয়েছেন কিম। এছাড়াও এটিকে ট্রাম্পের জন্য এক ‘কূটনৈতিক বিজয়’ হিসেবেও দেখছেন তারা। হোয়াইট হাউজের বিভিন্ন সূত্র মতে, কিম জং উনের সাথে সাক্ষাতের জন্য এই তিন বন্দীকে মুক্তির পূর্ব শর্ত দিয়েছিলেন ট্রাম্প।

টনি কিম পিয়ং ইয়ং ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির হিসাববিজ্ঞানের একজন শিক্ষক ছিলেন। তবে তিনি এক দশকেরও বেশি সময় যাবত যুক্তরাষ্ট্রে হিসাবরক্ষক হিসেবে কাজ করতেন বলে তার স্বজনদের দাবি। উত্তর কোরিয়া থেকে বিমানযোগে পালিয়ে আসার সময় ২০১৭ এর এপ্রিলে তাকে আটক করেছিল উত্তর কোরিয়া।

এর পরের মাসেই বন্দি হন কিম হ্যাক সং। একই বিশ্ববিদ্যালয়ে কৃষি উন্নয়ন সম্পর্কিত এক গবেষনায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিলেন তিনি।

আর ২০১৬ সালে গুপ্তচর বৃত্তির অভিযোগে ১০ বছরের সাজা হয়েছিল কিম ডং চুলের। সাজা ঘোষণা হওয়ার কিছু দিন আগে সরকার কর্তৃক আয়োজিট এক সংবাদ সম্মেলনে হাজির করা হয়েছিল তাকে। এসময় যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে উত্তর কোরিয়ার সামরিক তথ্য চুরির কথা স্বীকারও করেছিলেন তিনি।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

//এস এইচ এস// টিকে