ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

খুলনা সিটির নির্বাচন নিয়ে বিএনপির শঙ্কা

প্রকাশিত : ১০:৩৫ পিএম, ৯ মে ২০১৮ বুধবার

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচনে জিতবে না জেনেই সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন আটকে দিয়েছে।’

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন। 

 তিনি বলেন, ‘আসন্ন  খুলনার  সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি শঙ্কায় রয়েছে। সরকার জানে,  জনগণ তাদের সঙ্গে নেই। তাই সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ পরাজিত হবে তাই গাজীপুর সিটির নির্বাচন নিয়ে সরকার তালবাহানা করছে। পরাজয়ের ভয়ে শেষ মুহূর্তে এই সিটির নির্বাচনও স্থগিত করতে পারে।’

বিএনপির যুগ্ম মহাসচিব খুলনায় বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেপ্তার ও আটকের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি অবিলম্বে এই গ্রেপ্তার অভিযান বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও আহ্বান জানান।

রিজভী বলেন,‘বিরোধী দলের নেতাকর্মীদের  হয়রানি করবেন না। তাদের সুষ্ঠুভাবে নির্বাচনী প্রচারণা চালাতে দিন।’

কেআই/টিকে