মালয়েশিয়ার ক্ষমতায় আবারও মাহাথির
শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া থেকে:
প্রকাশিত : ১১:০০ পিএম, ৯ মে ২০১৮ বুধবার | আপডেট: ০৮:৩৯ এএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার
মালয়েশিয়ার ১৪ সাধারণ নির্বাচনে ৯২ বছর বয়সী ড. মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন পাকাতান হারাপান বিপুল ভোটে জয় লাভ করেছে। সর্বশেষ প্রাপ্ত খবর অনুসারে পাকাতান হারপান দল দেশটির সংসদের ২২২ আসনের সংসদে ১২৬ টি আসন লাভ করেছে। আর বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল পেয়েছে ৮৮ আসন।
অন্যদিকে ইসলামী দল পেয়েছে ৮ টি আসন। চূড়ান্ত ফলাফলে এই সংখ্যা সংখ্যা উঠে আসে। পাকাতানের জয়ী হওয়া আসনগুলোর বেশির ভাগে বারিসানের সাথে যে ভোটের ব্যবধান তাতে বিরোধী পক্ষের ভোটের হার ৭০ শতাংশের কাছাকাছি চলে যেতে পারে।
পাকাতান হারাপানের প্রধান নেতা মাহাথির মোহাম্মদ পিকেআর প্রধান ডা. আজিজান, ভাইস প্রেসিডেন্ট নূরুল ইজ্জাহ আনোয়ার, সাবেক উপ-প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন, আমানহ প্রধান মোহাম্মদ সাবু সহ অধিকাংশ নেতা বড় ব্যবধানে জয়ী হয়েছেন।
অন্য দিকে প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও উপ প্রধানমন্ত্রী আহমদ জায়েদি হামেদি জয় লাভ করলেও শাসক জোটের অনেক নেতা ও মন্ত্রী পরাজিত হয়েছেন।
প্রাপ্ত বেসরকারি সূত্রের তথ্য অনুসারে বিরোধী পাকাতান হারাপান সেলাঙ্গর, জহুর, পেরাক, পেনাং, কেদাহ, মালাক্কা, নেগেরি সেম্বিলানে সরকার গঠন করবে। বারিসান পাহাঙ পারলিস এবং তেরাঙ্গানুতে নিশ্চিতভাবে সরকার গঠন করতে পারে। পাস কেলান্তানে সরকার গঠন করতে পারে।
সর্বশেষ প্রাপ্ত খবর অনুসারে সেনাবাহিনী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অবস্থান নিয়েছে। সেখানে প্রধানমন্ত্রী বারিসান নেতৃবৃন্দকে ডেকে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর আলোচিত স্ত্রী রুসমত কাজাখস্থানে বিয়াইয়ের বাড়িতে রয়েছেন বলে জানা গেছে।
টিকে