ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সুনামগঞ্জে তলিয়ে গেছে ৫ হাজার হেক্টর জমির ধান (ভিডিও)

প্রকাশিত : ১১:৪৯ এএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার

অতি বৃষ্টি ও পাহাড়ী ঢলে সুনামগঞ্জের হাওরাঞ্চলে প্রায় ৫ হাজার হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে। এদিকে, ভারী বর্ষণ আর উজানের ঢলে সিলেটের সুরমা, কুশিয়ারাসহ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পরপর দু’বছর সুনামগঞ্জের হাওরগুলোতে ফসলহানির পর এবার ভালো ফলন দেখে আশায় বুক বেঁধেছিলেন চাষীরা। কিন্তু সে আশার গুড়ে বালি অনেকের। ভারি বর্ষণ আর উজানের ঢলে তলিয়ে গেছে বিস্তীর্ণ ধানক্ষেত।

জেলার শনির হাওর, করচার হাওর ও নলুয়ার হাওরসহ ছোটবড় সব হাওরেই নিচু জমির প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এ’জন্য অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণকে দুষছেন চাষীরা।

তবে, অভিযোগ অস্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। আর জলাবদ্ধতার আগেই হাওরের ৯৬ শতাংশ ধান কাটা হয়ে গেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এদিকে, ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে সিলেট অঞ্চলের প্রায় সব নদ-নদীর পানি বেড়েছে। সুরমা ও কুশিয়ারাসহ কয়েকটি নদীর পানি ৮টি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে।

আরও এক সপ্তাহ সিলেটে মাঝারী ধরনের বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।