ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

হিজড়াদের উন্নয়নে মেয়র প্রার্থীদের প্রতিশ্রুতি (ভিডিও)

প্রকাশিত : ১১:৫০ এএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার

তৃতীয় লিঙ্গের হিজড়াদের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন খুলনার দুই মেয়র প্রার্থী। তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পেলেও বৈষম্য ঘোচেনি বলে মনে করেন হিজড়ারা। শিক্ষা, চিকিৎসা ও আবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে এখনও তারা বৈষম্যর শিকার। খুলনা সিটি নির্বাচন সামনে রেখে তাই হিসাব- মিলাতে চাইছেন তারা।

নাগরিক অধিকার থেকে বছরের পর বছর বঞ্চিত হিজড়া জনগোষ্ঠি। নির্বাচনের আগে তাদের উন্নয়নে নানা প্রতিশ্র“তি মেলে। কিন্তু তার বাস্তবায়ন হয় খুবই কম। প্রযুক্তির সুবাদে  তারা আজ অনেক সচেতন। তাই শুধুমাত্র প্রতিশ্র“তি নয়, যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চায় সুবিধা বঞ্চিত মানুষেরা।

বাসস্থানসহ নানা সংকটের কথা জানালেন বিভাগীয় গুরু মা।

আওয়ামীলীগ প্রার্থী হিজড়াদের উন্নয়নে দিয়েছেন নানা প্রতিশ্র“তি।

মেয়র হলে হিজড়াদের উন্নয়নে কাজ করার কথা জানালেন বিএনপি প্রার্থীও।  

এবারের নির্বাচনে হিজড়াদের ভোট টানার চেষ্টা করছেন দুই প্রার্থীই।