ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫,   পৌষ ৩০ ১৪৩১

‘কাশ্মীরের যুবকরা ভারতীয় সেনার সঙ্গে পেরে উঠবেন না’

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার

আজাদ কাশ্মীরের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে৷ তা কখনও বাস্তবায়িত হবে না৷ ভারতীয় সেনা তা হতে দেবে না৷ তাই ঘুরিয়ে কাশ্মীরি যুবকদের লড়াইয়ের পথ থেকে সরে আসার বার্তা দিলেন জেনারেল বিপিন রাওয়াত৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘ভারতীয় সেনার সঙ্গে লড়াইয়ে কাশ্মীরি যুবকরা পেরে উঠবেন না৷ যে আজাদি তারা চাইছেন তা কোনওদিনও বাস্তবায়িত হবে না’’৷

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, কাশ্মীরি যুবকরা ‘ভুল পথে’ চালিত হয়ে যাচ্ছে৷ তিনি বলেন,‘‘যারা আজাদি চাইবে তাদের সঙ্গে আমাদের লড়াই জারি থাকবে৷ এটা কখনও (আজাদি) বাস্তবায়িত হবে না৷ কোনওদিনও না৷’’ শেষের কথাগুলি অত্যন্ত জোরের সঙ্গে বলেন জেনারেল রাওয়াত৷

সম্প্রতি কাশ্মীরে নতুন করে অশান্তি ছড়িয়ে পড়েছে৷ আজাদির দাবিতে দলে দলে জঙ্গি সংগঠনে নাম লেখানোর হিড়িক বহুগুণ বেড়ে গিয়েছে৷ জেনারেল বিপিন রাওয়াতের মতে, যতদিন না এই জঙ্গি সংগঠনগুলিতে নিয়োগ বন্ধ না হচ্ছে ততদিন এই হত্যালীলা চলতেই থাকবে৷

ভারতীয় সেনা বা প্রশাসন যেকোনও ধরনের হত্যার বিরুদ্ধে৷ কিন্তু লড়াইয়ে বাধ্য করা হলে নিরাপত্তা বাহিনী তাই করবে৷ তিনি অন্যান্য দেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর তুলনা করে বলেন, ‘‘পাকিস্তান বা সিরিয়াতে সেনাবাহিনীকে অনেক নৃশংস ভূমিকায় দেখা যায়৷ এই ধরনের পরিস্থিতিতে ওরা ট্যাঙ্ক বা বিমান হানা করে৷ তাতে কত মানুষ মারা যায়৷ কিন্তু ভারতীয় সেনা যতটা সম্ভব ক্ষয়ক্ষতি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে৷ হাজার প্ররোচনা সত্ত্বেও৷ আমি জানি এখানকার যুবকদের মধ্যে নানা কারণে ক্ষোভ জমে রয়েছে৷ কিন্তু সেনার ওপর আক্রমণ করা বা তাদের লক্ষ্য করে পাথর ছোড়া কোন সমাধান নয়৷’’

একই সঙ্গে স্থানীয়দের কাজে আর্জি জানিয়ে বলেন, যদি তারা নিরাপত্তা বাহিনীকে জঙ্গিকে খতম করতে দিতে না চান তাহলে জঙ্গিদের অস্ত্র ত্যাগে বাধ্য করুক৷

তথ্যসূত্র: কলকাতা ২৪ ঘণ্টা।

এসএইচ/