মুস্তাফা নূরউল ইসলাম আর নেই (ভিডিও)
প্রকাশিত : ০৩:১৩ পিএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৫:১৯ পিএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার
সাহিত্যিক, প্রাবন্ধিক জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম আর নেই। বুধবার রাতে মারা যান তিনি। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ শুক্রবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হবে জানাযা। মুস্তাফা নূরউল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় অধ্যাপক মুস্তাফা নুরউল ইসলাম এপ্রিলের শুরু থেকেই অসুস্থ্য ছিলেন। বুধবার রাতে তার শরীরিক অবস্থার অবণতি হলে আনা হয় অ্যাপোলো হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মরদেহ অ্যাপোলো হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শুক্রবার মুস্তাফা নূরউল ইসলামের মরদেহ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। জানাযা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে।
মুস্তাফা নূরউল ইসলামের জন্ম বগুড়ায় ১৯৫১ সালে। সাংবাদিকতা দিয়ে শুরু কর্মজীবন। করাচী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের যাত্রা শুরু হয়েছিলো মুস্তাফা নূরউল ইসলামের হাতেই। বিভিন্ন সময়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন।
সাহিত্যে অবদানের জন্য তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকেও ভূষিত হন এই গুণী সাহিত্যিক। বাহান্নের ভাষা আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলন সংগ্রামে অবদান ছিলো এই ভাষা সংগ্রামীর।
টেলিভিশনে তিনি একাধিক অনুষ্ঠানও উপস্থাপনা করেছেন।