ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

রিটার্নিং কর্মকর্তাকে পাশ কাটানোয় বিএনপি প্রার্থীর ক্ষোভ (ভিডিও)

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৪:৪৮ পিএম, ১০ মে ২০১৮ বৃহস্পতিবার

খুলনায় রিটার্নিং অফিসারকে পাশ কাটিয়ে একজন যুগ্মসচিবকে নির্বাচনের সমন্বয়কের দায়িত্ব দেয়ায় ক্ষোভ জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

তবে ভোটকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

সিটি নির্বাচনে রিটার্নিং কর্মকতা ইউনুস আলীকে রেখে একজন যুগ্মসচিবকে নির্বাচনের সার্বিক দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, আওয়ামী লীগের পরাামর্শে এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বিএনপির এই প্রার্থী দাবি করেন, তার দলের নিরপরাধ নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত আছে।

তবে পুলিশ কমশিনার জানান, মামলার আসামি ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না।

আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বলেন, জাতীয় নির্বাচনে ইস্যু তৈরি করতে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে।

৩ দিন পর শেষ হচ্ছে খুলনা সিটির প্রচার-প্রচারণা। ১৫ মে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।