ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

বেনাপোলে ফের ৩৪ স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত : ১২:১০ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার

বেনাপোলের পোর্ট থানা বাজার থেকে ৩৪টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এ সময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন তিন কেজি ৯৬০ গ্রাম।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল কাঁচা বাজার এলাকা থেকে বারগুলো উদ্ধার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে বেনাপোল পোর্ট থানার ৩ নম্বর ঘিবা সীমান্তের জোড়া ব্রিজ এলাকা ২৪টি সোনার বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পাচারকারীরা বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্য ল্যান্স নায়েক আব্দুর রহমান ফোর্স নিয়ে বেনাপোল কাঁচা বাজার এলাকায় অভিযান চালালে একজন লোক একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।

পরে প্যাকেটটি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্য থেকে ৩৪টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার করা বারগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক।


একে//