ইতিহাসে জায়গা করে নিতে যাচ্ছে আইরিশ ক্রিকেট
প্রকাশিত : ১২:৫২ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার
বিশ্বের ১১ নম্বর টেস্ট দল হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে আয়ারল্যান্ড। শুক্রবার ঘরের মাঠ মালাহাইডে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক হচ্ছে আইরিশ ক্রিকেটের। এক ম্যাচের এই সিরিজটি বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।
আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড নিজেদের প্রথম টেস্টকে বড় উপলক্ষ্য হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, নিজেদের অবিস্মরণীয় টেস্টে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অবদান অনেক। অতীতে আমরা অনেক খেলোয়াড় পেয়েছি। কিছু খেলোয়াড় এখানেও আছে, আবার কিছু নেই। তাদের অবদান না থাকলে আমরা শুক্রবারের ম্যাচের জন্য ভাগ্যবান নাও হতে পারতাম।
এ ম্যাচ উপলক্ষে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, আয়ারল্যান্ডের এমন ঐতিহাসিক ম্যাচের অংশ হতে পেরে আমরাও বেশ খুশী। তিনি বলেন, এমন ঐতিহাসিক টেস্টে অংশ হতে পারাটা বিশেষ কিছু।
এক নজরে টেস্ট অভিষেকারী দলগুলি হলো -অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড (১৮৭৭), দক্ষিণ আফ্রিকা (১৮৮৯), ওয়েস্ট ইন্ডিজ (১৯২৮), নিউজিল্যান্ড (১৯৩০), ভারত (১৯৩২), পাকিস্তান (১৯৫২), শ্রীলঙ্কা (১৯৮২), জিম্বাবুয়ে (১৯৯২), বাংলাদেশ (২০০০) এবং আয়ারল্যান্ড ও আফগানিস্তান (২০১৮)
উল্লেখ্য, ১৯৯৩ সালে ক্রিকেটে প্রধান সংস্থা ইন্টারন্যাশাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্য হয় তারা। এরপর ওয়ানডে স্ট্যাটাস পায় ২০০৭ সালে। ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার ১০ বছর পর টেস্ট মর্যাদা লাভ করে আইরিশরা।
এমএইচ/ এসএইচ/