রমজানের আগে সরগরম রাজধানীর বাজার [ভিডিও]
প্রকাশিত : ০৮:৩৩ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার | আপডেট: ১১:১০ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার
রমজান মাস সামনে রেখে ছুটির দিনে সরগরম রাজধানীর নিত্যপণ্যের বাজার। পেঁয়াজ, আদা, রসুন, শসা, বেগুন সহ বেশকিছু পণ্যের দাম বেড়েছে। বাড়তির দিকে চিনির দামও। তবে মাংসসহ বেশ কিছু পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।
আর ক’দিন পরই শুরু হচ্ছে রমজান মাস। খেজুর, বেশন, ছোলা, মুড়িসহ বিভিন্ন ইফতারি পণ্য সাজিয়ে প্রস্তুতি নিয়েছেন ব্যবসায়িরা।
সাপ্তাহিক ছুটির দিনে পুরো মাসের কেনাকাটা করেন অনেক ক্রেতা। চিনির দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে বেশ কিছু পণ্যের দর।
পেঁয়াজ, আদা, রসুনের দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। শশা, বেগুন, পেঁপের দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে অন্যান্য সবজির দাম।
নতুন চাল আসতে শুরু করায় দাম কমছে বলে জানালেন ব্যবসায়িরা।
বেড়েছে ইলিশ মাছের দাম। তবে, অন্যান্য মাছের দাম রয়েছে আগের মতোই। গরুর মাংস ৪৮০ থেকে ৫০০ টাকা আর খাসির মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রমজান মাস আসলেই পণ্যের দাম নিয়ে শংকায় থাকেন ক্রেতারা। তাই বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা।