ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

গাজীপুরে ঈদের পর ভোটগ্রহণ চান প্রার্থীরা [ভিডিও]

প্রকাশিত : ১০:৩৭ পিএম, ১১ মে ২০১৮ শুক্রবার

ঈদের পর গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ চান বড় দুই দলের মেয়র প্রার্থী। নতুন তারিখ ঘোষণার পর প্রচারণায় নামবেন বলেও জানান আওয়ামী লীগ মনোনীত জাহাঙ্গীর আলম আর বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম।

মৌজা সংক্রান্ত এক রিটের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে ৬ মে স্থগিত হয়ে যায় গাজীপুর সিটি নির্বাচনের ভোট।

পরে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী এবং নির্বাচন কমিশনের আপিলের প্রেক্ষিতে বৃহস্পতিবার স্থগিতাদেশ খারিজ করে ২৮ জুনের মধ্যে নির্বাচনের নির্দেশ দেন আপিল বিভাগ।

দুপুরে নগরীর ছয়দানায় নিজ বাসভবনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। ভোটার ও প্রার্থীদের কষ্ট বিবেচনায় ঈদের পর ভোটগ্রহণ চান তিনি।

একই সুর বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের কণ্ঠেও। পাশাপাশি ১৫ মে ঘোষিত নির্বাচনকে কেন্দ্র করে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহার চান তিনি।

রোববার গাজীপুর সিটি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে।

ভিডিও: 

টিকে