ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

যুক্তরাষ্ট্রে সমকামীদের নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় নিহত ২০, আহত ৪২

প্রকাশিত : ০৭:৫৯ পিএম, ১২ জুন ২০১৬ রবিবার | আপডেট: ০৭:৫৯ পিএম, ১২ জুন ২০১৬ রবিবার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সমকামীদের একটি নাইট ক্লাবে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কমপক্ষে ৪২ জন। স্থানীয় সময় শনিবার রাত ২টার দিকে অরল্যান্ডো শহরের পাল্ধসঢ়;স ক্লাবে এ হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান,  হঠাৎ করে ক্লাবের ভেতরে ঢুকে গুলি শুরু করে বন্দুকধারী। এসময় ক্লাবে শতাধিক মানুষ ছিলেন। বেশ কিছু মানুষকে জিম্মি করে রাখে ওই হামলাকারী। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর পুলিশী অভিযানে নিহত হয় বন্দুকধারী। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করছে পুলিশ। এদিকে মাত্র একদিন আগে একই এলাকায় বন্দুকধারীর গুলিতে নিহত হন সঙ্গীত শিল্পী ক্রিস্টিনা গ্রিমি। দুইটি হামলার কারন এখনও স্পষ্ট নয়।