ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ১ ১৪৩১

গুজব রুখতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১২ মে ২০১৮ শনিবার

সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে গুজব ছড়ানোর অভিযোগ প্রায় শোনা যায়। আ এই গুজব রুখতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। একাধিকবার গুজব এবং ভুয়ো খবর ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে অ্যাপটির মধ্যে দিয়ে৷ এ ধরনের ঘটনাগুলিকে নিয়ন্ত্রণ করতে হোয়াটস্ অ্যাপ আনছে ‘রেসট্রিক্ট গ্রুপ’ ফিচারটি৷

অ্যান্ড্রয়েড এবং উইনডোস ফোনের গ্রাহকরা ফিচারটির সুবিধা পাবেন৷ যেখানে শুধু হোয়াটস্অ্যাপ অ্যাডমিন গ্রুপে ম্যাসেজ পাঠাতে পারবেন৷ গ্রুপের সমস্ত সদস্যরা মেসেজ পড়তে পারবেন৷ কিন্তু, অ্যাডমিনই শুধু রিপ্লাই করতে পারবেন৷ অ্যাডমিনের অনুমতি ছাড়া গ্রুপের সদস্যরা ছবি, ভিডিও বা ভয়েস ম্যাসেজ, ডকুমেন্টস ইত্যাদি পাঠাতে পারবেন না৷

কিছু দিনের মধ্যেই হোয়াটস্ অ্যাপ আনতে চলেছে আরও বেশ কিছু ফিচারস্৷ সদ্য ঘটে যাওয়া ফেসবুক F8 কনফারেন্সে হোয়াটস অ্যাপ ডিরেক্টর একথা জানিয়ে বলেন, ফিচারটির মধ্যে ভিডিও কলিং এবং স্টিকারের সুবিধা পাবেন ইউজাররা৷ আরও যোগ করেন, হোয়াটস্ অ্যাপ বিজনেসে ব্যবসা সংক্রান্ত বেশ কিছু নতুন ফিচার যোগ হতে চলেছে৷ অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘ব্ল্যাক ডট ম্যাসেজ’৷ যেটি iOS ইউজারদের ফোনকে ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা তৈরি করেছে৷

তথ্যসূত্র: কলকাতা ২৪ ঘণ্টা।

এসএইচ/