ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

শীর্ষস্থান হারালেন নাদাল

প্রকাশিত : ০৯:৪৪ এএম, ১৩ মে ২০১৮ রবিবার

জন ম্যাকেনরোর ৩৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেওয়ার পরের দিনই জোর ধাক্কা খেলেন রাফায়েল নাদাল। ম্যাকেনরোর রেকর্ড ভাঙার ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার মাদ্রিদ ওপেনের কোয়ার্টার ফাইনালে ডমিনিক থিমের কাছে সরাসরি ৭-৫, ৬-৩ গেমে হেরে গেলেন নাদাল।

একই সঙ্গে খোয়ালেন র‌্যাংকিংয়ের শীর্ষস্থান, যা ফের চলে গেলো তার চিরপ্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারের দখলে। আগামীকাল সোমবার প্রকাশিত হতে যাওয়া পরবর্তী র‌্যাংকিংয়ে আনুষ্ঠানিকভাবে সিংহাসনে বসবেন ফেদেরার। তবে রোম মাস্টার্সে জিতলেই ফেদেরারকে হটিয়ে ফের শীর্ষে উঠে যাবেন নাদাল।

ক্লে কোর্টে এক বছর আগে সর্বশেষ থিমের কাছেই হেরেছিলেন নাদাল। মাঝে ক্লে কোর্টে টানা ৫০ সেট জয়ের অবিশ্বাস্য কীর্তির পর সেই থিমের কাছেই স্বপ্নযাত্রা থামার পর নাদাল জানালেন, ‘ফোরহ্যান্ড বা ব্যাকহ্যান্ড, কোনো কিছুই ঠিকঠাক হয়নি। তাই হারতে হলো।’

ম্যাকেনরো এক সময় ক্লে কোর্টে টানা ৪৯টি সেট জেতার অনন্য নজির গড়েছিলেন। বৃহস্পতিবার মাদ্রিদ ওপেনের দ্বিতীয় রাউন্ডে জিতে নাদাল ক্লে কোর্টে টানা ৫০টি সেট জেতার নতুন নজির গড়েন।

১৯৮৪ সালে ক্লে কোর্টে টানা সাফল্যের সময় ম্যাকেনরো মাদ্রিদ ওপেনেও জিতেছিলেন। বৃহস্পতিবার খেলতে নামার আগে নাদাল বলেছিলেন অন্য কারণে ম্যাকেনরোর রেকর্ড ভাঙতে পারলে বেশি খুশি হবেন। কী কারণ?

নাদাল বলেন, আসলে এই যে টানা এতদিন ধরে জিতছি তার মানে একটাই। আমার খেলা ঠিক আছে। ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছি গত এক বছর ধরে। এটাই আমার কাছে সেরা প্রাপ্তি।

এসএইচ/