ওভারপাস নির্মাণে রেলক্রসিংয়ের দুপারে তীব্র যানজট (ভিডিও)
প্রকাশিত : ১০:৫৭ এএম, ১৩ মে ২০১৮ রবিবার
ঢাকা-”ট্টগ্রাম মহাসড়কের ফেণীর ফতেহপুরে ওভারপাস নির্মাণের কারণে প্রতিদিনই রেলক্রসিংয়ের দু’পারে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এরফলে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। ঈদের আগে নির্মাণ কাজ শেষ না হলে আরো বেশি ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই অংশে ভয়াবহ আকার ধারণ করেছে যানজট। প্রতিদিনই যানজটে নাকাল হচ্ছেন যাত্রীরা।
শুধুমাত্র ফেনীর ফতেহপুরে রেলওয়ে ওভারপাস নির্মাণের কারনেই কুমিল্লার চৌদ্দগ্রামের আমজাদের বাজার থেকে মিয়াবাজার পর্যন্ত এই যানজট থাকে প্রতিদিন গড়ে ২০ কিলোমিটার। রেলক্রসিংয়ের অপরাংশেও থাকে একইরকম গাড়ীর জট।
সাধারণ সময়ে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে ৬ ঘন্টা সময় লাগলেও যানজটের কারনে লাগছে ১২ থেকে ১৫ ঘন্টা। চার লেন মহাসড়কের সুফল পাচ্ছেনা সাধারণ মানুষ।
ভোগান্তি বাড়তে থাকায়, বাড়ছে যাত্রী ও চালকদের ক্ষোভ। বেড়েছে যানবাহন ভাড়াও।
ওভারপাসের নির্মান কাজ শেষ না হওয়া পর্যন্ত সমস্যা থেকেই যাবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
ঈদের আগেই ফতেহপুর রেলওয়ে ওভারপাসের নির্মাণকাজ শেষ না হলে দীর্ঘ যানজটের আশংকা করছেন যাত্রী ও চালকরা।