ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

পদ্মা সেতুতে বসানো হয়েছে চতুর্থ স্প্যান (ভিডিও)

প্রকাশিত : ১২:১৭ পিএম, ১৩ মে ২০১৮ রবিবার

পদ্মা সেতুতে বসানো হয়েছে চতুর্থ স্প্যান। এই স্পেনটি বসানো হয়েছে শরীয়তপুরের জাজিরা পয়েন্টে। এর ফলে দৃশ্যমান হলো স্বপ্নের সেতুর ৬০০ মিটার। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই তৈরি হবে স্বপ্নের পদ্মা সেতু।

সকাল ৮টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে ৪০ ও ৪১ নম্বর পিলারের ওপর এই সুপার স্ট্রাকচার বসানো হয়।

এর আগে শনিবার বিকেলে ১৫০ মিটার দৈর্ঘ্যরে স্প্যানটি এসে পৌঁছায় জাজিরা পয়েন্টে। পদ্মা সেতু প্রকল্পের কর্মকর্তারা জানান, তিন হাজার ১৪০ টন ওজনের একটি ভাসমান ক্রেন দিয়ে মাওয়া থেকে জাজিরা প্রান্তে স্প্যানটি আনা হয়।

চতুর্থ স্পেন বসানোয় স্বপ্নের পদ্মাসেতুর ৬শ’ মিটার দৃশ্যমান হওয়ায় খুশি স্থানীয়রা।

শরীয়তপুরের জাজিরা পয়েন্টে বসানো হয়েছে পদ্মাসেতুর চতুর্থ স্প্যান; দৃশ্যমান হলো ৬শ মিটার সেতু