রাঙামাটিতে টানা ৩৬ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি
প্রকাশিত : ১২:১০ পিএম, ১৩ জুন ২০১৬ সোমবার | আপডেট: ১২:১০ পিএম, ১৩ জুন ২০১৬ সোমবার
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস’র ডাকে রাঙামাটিতে টানা ৩৬ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে।
অবরোধের প্রথম দিনে সকাল থেকে রাঙামাটি শহরের অভ্যন্তরীণ ও দুরাপাল্লার রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে না। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। জনসংহতি সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক নিলোৎপল খীসা জানান, বরকলের ভূষনছড়া ইউনিয়নে ছোট হরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচনের দাবীতে এ অবরোধ কর্মসূচি চলছে।