ফলোঅনের পথে আয়ারল্যান্ড
প্রকাশিত : ০৮:১৬ পিএম, ১৩ মে ২০১৮ রবিবার | আপডেট: ০৮:১৭ পিএম, ১৩ মে ২০১৮ রবিবার
পাকিস্তানি ফার্স্ট বোলার মোহাম্মদ আব্বাসের গোলায় বিধ্বস্ত আইরিশ টপ অর্ডার ব্যাটসম্যানেরা। আব্বাস একাই নিয়েছেন তিন উইকেট। আর এতেই মাত্র ৬২ রানে ৭ উইকেট হারিয়ে ফলোঅনের চাপে রয়েছে আইরিশরা।
এর আগে পাকিস্তান প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩১০ রান তোলে। এরপরই আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাক ক্রিকেটাররা। ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে আয়ারল্যান্ড। দলীয় স্কোরে মাত্র ৭ রান যোগ করতেই নেই চার উইকেট।জয়েস চার ও পোর্টারফিল্ড এক রান করলেও দুই ব্যাটসম্যান নেইল ও ব্রায়েল ও এন্ডি বাবির্নি রানের খাতা খুলতে পারেননি।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কেভিন ও ব্রায়েন একাই লড়ে যাচ্ছেন। ৫৩ বলে করেছেন ৩৭ রান। এদিকে ফার্স্ট বোলার শাদব খান নিয়েছেন দুই উইকেট। অন্যদিকে ফাহিম আশরাফ ও আমির প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।
এর আগে পাক শিবিরেও টপ অর্ডারে ব্যর্থতা নেমে আসে। তবে আসাদ শফিকের ৬২ (১৬৯ বল), শাদব খানের ৫৫ ও ফাহিম আশরাফের ৮৩ রানের উপর ভর করে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় পাকিস্তান।
সূত্র: ইএসপিএন
এমজে/