ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ১ ১৪৩১

বাজারে আসছে রোলস-রয়েসের বিলাসবহুল এসইউভি কালিনান

প্রকাশিত : ০৮:৫০ পিএম, ১৩ মে ২০১৮ রবিবার

বিশ্বের বিলাসবহুল গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে আছে রোলস-রয়েস। রকিব হাসানের বিখ্যাত ‘তিন গোয়েন্দা’ সিরিজের কল্যাণে কিশোর বয়স থেকেই এই গাড়িটি নিয়ে বাংলায় আগ্রহ অনেক। সম্প্রতি কালিনান নামের বিলাসবহুল এক এসইউভি আন্তর্জাতিক বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল বা এসইউভি হিসেবে এটিই রোলস-রয়েসের প্রথম গাড়ি। সমসাময়িক এসইউভিগুলোর মধ্যে বিলাসিতার প্রতিটি উপাদান থাকছে কালিনানে। এসইউভি মার্কেট বোদ্ধাদের মতে, এটি হচ্ছে এসইউভি বাজারে সব থেকে সেরা আকর্ষণ।

ব্রিটিশ রাজ পরিবারের মালিকানাধীন হীরা ‘কালিনান’ এর নামেই নিজেদের প্রথম এসইউভির নাম রেখেছে রোলস-রয়েস। গাড়িটি যতটা বিলাসবহুল ততটাই ‘অফ রোড’ (পিচঢালা রাস্তার বাইরের অংশ) সড়কের জন্য উপযোগী। প্রতিষ্ঠানটির দাবি, অফ রোডে চলাচলের জন্য খুবই উপযোগী কালিনান।

জার্মানির বিএমডব্লিউ এর একটি অংশ রোলস এক বিবৃতিতে জানায়, নতুন গাড়িটিকে ঘিরে একজন গ্রাহকের যেমন আশা থাকতে পারে তার সবকিছুই এতে সংযুক্ত করা হয়েছে।

গাড়িটিতে আছে ১২টি ভাল্ভ সিলিন্ডার। প্রতিটি সিলিন্ডারের আয়তন ৬ দশমিক ৭৫ লিটার। দুইটি টার্বোচার্জ দ্বারা শক্তি পাওয়া গাড়িটি সর্বোচ্চ ৫৬৩ অশ্বক্ষমতা পর্যন্ত ইঞ্জিনকে জোগান দিতে সক্ষম। ১৫৫ মাইল প্রতি ঘন্টায় গতি তুলতে পারবে এই এসইউভি। শহর ও মহাসড়কে ১৮ দশমিক ৮ মাইল পর্যন্ত যাওয়া যাবে প্রতি গ্যালন জ্বালানীতে।

রোলস-রয়েসের চেয়ারম্যান পিটার স্কোয়ারজেনবার বলেন, “কালিনান মূলত সেইসগ গ্রাহকদের বিবেচনা করে বানানো হয়েছে যারা আমাদের প্রতিষ্ঠানের ধাঁচ সম্পর্কে ভালভাবে জানেন, অনেক ঘোরাঘুরি করেন এবং বৈশ্বিক চিন্তাভাবনা পোষণ করেন”।

যুক্তরাষ্ট্রের বাজারে গাড়িটির দাম ধরা হয়েছে ৩ লক্ষ ২৫ হাজার ডলার। এছাড়াও কর এবং অন্যান্য কিছু খরচসহ আরও যোগ করতে হবে ৫ হাজার ২৫০ মার্কিন ডলার। অর্থ্যাত কোন ধরনের আমদানী শুল্ক ব্যতিত বাংলাদেশে শুধু গাড়িটির দাম পড়বে ২ কোটি ৭৪ লক্ষ ১০ হাজার ৭৫০ টাকা মাত্র!

তো, কিনবেন নাকি?

সূত্র: ইউএসএ ট্যুডে

 

//এস এইচ এস// টিকে