ধূলিঝড়ে ফের অচল দিল্লী বিমানবন্দর
প্রকাশিত : ১০:৩১ পিএম, ১৩ মে ২০১৮ রবিবার
ফের ধূলাবালির কবলে পড়েছে দিল্লী। রাজধানী দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে গত রোববার বজ্রপাতের কারণে বিমান চলাচল বাধাগ্রস্ত হয়। এদিকে সোমবার সকালে শুরু হয় ধূলিঝড়। এতেই বন্ধ হয়ে যায় বিমান চলাচল।
খারাপ আবহাওয়ার কারণে দিল্লীমুখী ভিস্টারা ফ্লাইটটিকে অমৃতসারে অবতরণ করানো হয়েছে। এদিকে বিকাল ৪ টা ৩০মিনিটের দিকে অকস্মাৎ আকাশে ধূলিঝড় শুরু হলে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।
দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকালের দিকে দিনের তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। তবে আদ্রতা ৬০ শতাংশেরও কম।গত শনিবারও ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তরখণ্ড, জম্মু ও কাশ্মীরে ধূলিঝড় হয়েছে। এদিকে আগামীকালও দেশটির রাজস্থানে ধূলিঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র: জি নিউজ
এমজে/