ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ইরাকে জাতীয় নির্বাচনে বিদ্রোহী শিয়াপন্থীরা এগিয়ে

প্রকাশিত : ১১:৩৮ এএম, ১৪ মে ২০১৮ সোমবার | আপডেট: ১২:০৩ পিএম, ১৪ মে ২০১৮ সোমবার

ইরাকি প্রধানমন্ত্রী হায়দাল আল-আবাদীর কট্টর বিরোধী বিদ্রোহী শিয়াপন্থীরা দেশটির জাতীয় নির্বাচনে বড় সাফল্য পেয়েছে। নির্বাচনের প্রাথমিক ফলাফলে এমনটিই জানা গেছে।

নির্বাচনের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মুকতাদা আল-সাদ এবং মিলিশিয়া নেতা হাদি আল আমিরির জোট এগিয়ে রয়েছে। ইতোমধ্যে বেশিরভাগ কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে।

নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে প্রধানমন্ত্রী আবাদির জোট তিন নম্বরে রয়েছে। গত বছর দেশটি থেকে আইএস যোদ্ধাদের হঠিয়ে দেওয়ার পর এবারই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী সোমবার নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানা গেছে। নির্বাচনে মাত্র ৪৪ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে।

ইরাকের ১৮টি অঙ্গরাজ্যের জটিল নির্বাচনী প্রক্রিয়ায় জাতীয় সংসদের ৩২৯ সদস্য-ই এখনো পর্যন্ত সব ধরণের সিদ্ধান্ত নিতে পারবে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো ধরণের যুদ্ধ বাঁধলে ইরাক ফের আক্রান্ত হতে পারে বলে ধারণা করছে দেশটির জনগণ। তবে ইরাকিরা বিদ্রোহী গোষ্ঠীদেরই ভোট দিচ্ছে বেশি, এমনিটই জানা গেছে।

এদিকে নির্বাচনের প্রাথমিক ফলাফলের মধ্যেই সাদের সমর্থকরা বাগদাদে উদযাপন শুরু করেছে। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর সাদ দেশটিতে ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে যুবক ও দরিদ্র জনগোষ্ঠীর কাছে তিনি বেশ জনপ্রিয় হয়ে ওঠেছেন। প্রাথমিক প্রতিবেদনে আরও জানা গেছে, বিখ্যাত মিলিশিয়া নেতা হাদি আল আমিরি দ্বিতীয় অবস্থায় রয়েছে।

আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ায় শিয়াপন্থী আবাদী বেশ সুনাম কুঁড়িয়েছেন। একইসঙ্গে দেশটির নিরাপত্তা ব্যবস্থায়ও বেশ কড়াকড়ি আরোপ করেছেন আবাদী। তবে নিরাপত্তা বাড়ালেও দেশটি এখন পর্যন্ত আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে আবাদীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। এতেই বিদ্রোহী শিয়াপন্থীরা নির্বাচনে ভালো ফলাফল লাভ করেছে।

সূত্র: বিবিস
এমজে/