ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্য কোনো দেশ বা সরকারের সহায়তা চাওয়ার দরকার নেইঃ ইনু

প্রকাশিত : ০৭:৩৩ পিএম, ১৩ জুন ২০১৬ সোমবার | আপডেট: ০৭:৩৩ পিএম, ১৩ জুন ২০১৬ সোমবার

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্য কোনো দেশ বা সরকারের সহায়তা চাওয়ার দরকার নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চক্রান্তের অংশ হিসেবে সাধারণ নাগরিক ছাড়াও সংখ্যালঘুদের গায়ে হাত দেওয়া হচ্ছে। সরকারকে বিব্রত করার পাশাপশি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটি মহল চেষ্টা চালাচ্ছ বলেও অভিযোগ করেন তিনি।  গুপ্তহত্যাকারীরা ছাড় পাবে না জানিয়ে মন্ত্রী বলেন, তাদের সবার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত আছে।