ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

পুরনো টিভি বদলে নেওয়ার সুযোগ দিলো স্যামসাং

প্রকাশিত : ১২:২২ পিএম, ১৪ মে ২০১৮ সোমবার

মে মাসজুড়ে স্যামসাং চালু করেছে বিশেষ তিন অফার। যার মধ্যে অন্যতম পুরনো টিভি বদলে নেওয়ার সুযোগ। অন্য অফারগুলোর মধ্যে রয়েছে ক্যাশব্যাক বাইব্যাক। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা স্যামসাং টিভি ক্রয়ে ক্যাশব্যাক ছাড়াও এক্সচেঞ্জ অফার, বাই ব্যাক অফার এবং ফ্রি হোম থিয়েটার বা সাউন্ড বার উপভোগ করতে পারবেন।

ক্যাশব্যাকের ক্ষেত্রে বিভিন্ন মডেলের টিভি ক্রয়ে থাকছে ৪৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা। এক্সচেঞ্জ অফারে গ্রাহকরা তাদের যে কোনো পুরনো টিভির বিনিময়ে নতুন স্যামসাং টিভি ক্রয় করতে পারবেন।

এসএইচ/