ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সজল-মেহজাবিনের ‘শেষ পৃষ্ঠা’

প্রকাশিত : ০১:১০ পিএম, ১৪ মে ২০১৮ সোমবার

বাঁধন একজন সমাজকর্মী। তিনি স্বেচ্ছায় রক্তদানের একটি সংগঠন পরিচালনা করেন। পাশাপাশি একটি কোম্পানিতে চাকরিও করেন। বাঁধনের অফিসের বস তন্ময় বাঁধনকে ভালবাসেন। কিন্তু তিনি তা মুখে প্রকাশ করতে পারেন না। হঠাৎ একদিন বাঁধন দুর্ঘটনার কবলে পড়েন। এ দুর্ঘটনার কারণে বেকার মৃদুলের চাকরির ইন্টারভিউ আটকে যায়। এতে বিপাকে পড়েন এই তরুণ। এরপর বাঁধন তার অফিসেই মৃদুলের চাকরির ব্যবস্থা করেন। এরপর গল্প মোড় নেয় অন্যদিকে।
এমনই গল্পে নির্মিত হয়েছে টেলিছবি ‘শেষ পৃষ্ঠা’। আজাদ আল মামুনের নির্দেশনায় এতে বাঁধন চরিত্রে অভিনয় করেন মেহজাবিন চৌধুরী, বেকার মৃদুলের চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও বস তন্ময়ের চরিত্রে অভিনয় করেছেন এস এন জনি।

এতে আরও অভিনয় করেছেন মীর শহীদ, আজম খান, এম এইচ ফয়সাল, আবির খান, নুসরাত দোলনসহ আরও অনেকে।

টেলিছবিতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘এখন সংখ্যা নয়; কোয়ালিটি দেখে কাজ করি। নাটকের প্রস্তাব এলেই গল্পটা দেখি। গল্প পছন্দ হলেই শিডিউল দেই। টেলিছবিটির গল্প ভালো লেগেছে বলেই কাজ করেছি। এতে একটা সিনেমাটিক ব্যাপার রয়েছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’
নির্মাতা আজাদ আল মামুন বলেন, ‘ঝড় বৃষ্টি উপেক্ষা করে ভালভাবে শুটিং শেষ করতে পেরেছি। এ জন্য টিমের সবাই অনেক কষ্ট করেছেন। অভিনেতা-অভিনেত্রী সবাই অনেক বেশি আন্তরিক ছিলেন। আশা করছি দর্শকরা ভিন্নধর্মী একটি গল্প দেখতে পারবেন।’
আসছে ঈদে কোন একটি চ্যানেলে টেলিছবিটি সম্প্রচার হবে বলে জানান তিনি।

এসএ/