ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সরকারী ব্যাংকগুলোর আর্থিক অবস্থা ভাল নয়- অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার | আপডেট: ০৭:০৫ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০১৬ সোমবার

সরকারী ব্যাংকগুলোর আর্থিক অবস্থা ভাল নয় বলে মন্তব্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের। সোমবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রনালয়ের সভাকক্ষে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের বিডিবিএল-এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে রাষ্ট্রীয় কোষাগারে ১০ কোটি টাকা লভ্যাংশের চেক অর্থমন্ত্রীর হাতে হস্তান্তরের পর মন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, যে উদ্দেশ্য নিয়ে সরকারী ব্যাংকগুলো প্রতিষ্ঠা করা হয়েছে তার লক্ষ্য হাসিল হয়নি। বিডিবিএল ২০১৪ সালে কর পূর্ব নীট মুনাফা ১ শ ৪৪ দশমিক ৯১ কোটি টাকা অর্জন করেছে।চেক হস্তান্তরেরর সময় অর্থ মন্ত্রনালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বিডিবিএলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যব্ধসঢ়;স্থাপনা পরিচালক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।