ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

আয়কর আইনের বেশকিছু ধারা বাতিল ও নতুন আইন প্রণয়নের দাবী ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের

প্রকাশিত : ০৭:৪০ পিএম, ১৩ জুন ২০১৬ সোমবার | আপডেট: ০৭:৪০ পিএম, ১৩ জুন ২০১৬ সোমবার

২০১৬-১৭ অর্থবছরের বাজেটে আয়কর আইনের বেশকিছু ধারা বাতিল ও নতুন আইন প্রণয়নের দাবী জানিয়েছেন ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতারা এ আহ্বান জানান। বক্তারা বলেন, আয়কর আইনে সাংঘর্ষিক ধারাগুলি করদাতাদের জন্য বড় হুমকি। এছাড়া, কর রেয়াতের বিভিন্ন স্তরের বিরোধিতা করে তারা জানান, এতে নি¤œআয়ের মানুষকে বেশি আয়কর দিতে হবে। সংশোধিত আইনে মোট আয়ের পরিবর্তে যোগ্যতা সম্পন্ন অংকের ওপর করারোপের আহ্বান জানানো হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি আব্বাস উদ্দিন ও সেক্রেটারি আকিল আহমেদ ফারুকী।