নাইটিংগেল মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদকে কেন্দ্র করে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে গুলিবিদ্ধ ১, আহত ৩০
প্রকাশিত : ১১:০০ এএম, ১৪ জুন ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১১:০১ এএম, ১৪ জুন ২০১৬ মঙ্গলবার
সরকারি সিদ্ধান্ধে সাভারের আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদকে কেন্দ্র করে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে, এক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ ৩০জন আহত হয়েছে।
পুলিশ সাঁড়াশী অভিযান চালিয়ে সকালে বের করে দিয়েছে সকল শিক্ষার্থীকে। উদ্ধার করা হয়েছে অবরুদ্ধ করে রাখা প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন জামান চৌধুরীকে। ভোর পাঁচ টার দিকে পুলিশ শিক্ষার্থীদের বের করে দেয়ার অভিযানে নামলে সংঘর্ষ বাঁধে শিক্ষার্থীদের সাথে। এসময় শিক্ষার্থী পুলিশসহ আহত হয় ৩০ জন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাংচুর চালায়। এদিকে কলেজ বন্ধ ও ক্যম্পাস খালি করে দেয়ায় ভিনদেশী শিক্ষার্থীরা থাকার জায়গা নিয়ে বিপাকে পড়ে।