ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৭ ১৪৩১

এই দিনে ক্রীড়াজগতে কিছু স্মরণীয় ঘটনা

প্রকাশিত : ০৩:৪৬ পিএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার

আজ ১৫ মে। পাঠক জেনে নেই ক্রীড়াঙ্গণে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। ১৮৬২ সালের আজকের দিনে ব্রকলিনের ইউনিয়ন গ্রাউন্ডে প্রথমবারের মতো বেসবল ম্যাচ অনুষ্ঠিত হয়। হিমসক্রেকে ১৯২০ সালে এ.ডি.ও.-টোয়েন্টি ফুটবল দল গঠন করা হয়। ১৯৪৮ সালে এক্সেসের বিপক্ষে সেঞ্চুরি করেন ব্রাডম্যান।

রকি মারচিয়ানো ১৯৫৩ সালে জেরসি জোকে নকআউট করে হেভীওয়েট বক্সিংয়ের শিরোপা জেতেন। ১৯৫৯ সালে কলেজ বাস্কেটবলের শততম বর্ষ উৎযাপন করা হয় এই দিনে। ১৯৬৫ সালে কানাডিয়ান ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন গঠন করা হয়। সাউথ আফ্রিকা ১৯৭০ সালে অলিম্পিক খেলা থেকে সরে দাঁড়ায়।

একুশে টেলিভিশন/ এমজে