ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

ছন্দে ফিরেছেন নোভাক জোকোভিচ

প্রকাশিত : ০৫:২৬ পিএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৫:২৬ পিএম, ১৫ মে ২০১৮ মঙ্গলবার

ইতালিয়ান ওপেনে ছন্দে ফিরেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জোকোভিচ। পুরুষ এককের প্রথম রাউন্ডে আলেক্সজান্ডার ডোলগোপোলোভকে সরাসরি সেটে হারিয়ে ফের আলোচনায় উঠে এসেছে জোকোভিচ।

সময়টা ভাল যাচ্ছিল না জোকোভিচের। গত বছর কোনো গ্র্যান্ডস্ল্যামের কোয়ার্টার ফাইনাল পেরোতেই পারেননি এই টেনিস তারকা। জয়ের ধারায় ফেরা ম্যাচের প্রথম সেটে ১৩ নম্বর বাছাই ইউক্রেইনের ডোলগোপোলোভকে সহজেই ৬-১ গেমে হারান জোকোভিচ। দ্বিতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করেন ডোলগোপোলোভ। কিন্তু ৬-৩ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন তিনি। আর পরবর্তী রাউন্ডে জায়গা করে নেন জোকোভিচ।

একুশে টেলিভিশন/ এমজে